২৭ তম গঙ্গা যমুনা নাট্য উৎসব (প্রথম পর্যায়)
ফিরে এলেন কিঙ্কর
"যেদিন তুমি আলাউদ্দিন খাঁর ছবি টা তৈরী করেছিলে, সেদিন আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম তোমার দিকে... আমি নন্দলাল বসু তোমার মাস্টারমশাই, তবুও যেন তোমাকে ঘিরে আমার বিস্ময় মেটেনা।গুরুদেব ছবি দেখে বললেন, নন্দ, সেই চলতি কথাটাই খেটে গেল দেখছি," জন বুঝে ধন যোগায়" কিংকর তোমার সেরকমই জুটেছে।"
রামকিঙ্করের ভূমিকায়- সঞ্জীব সরকার
রচনা ও নির্দেশনা- সুদীপ ঘোষাল
আলো- দীপঙ্কর দে
মঞ্চ- দেবব্রত মাইতি
আবহ- বন্ধন মিশ্র
ভিডিওগ্রাফি- রজত দে
রূপসজ্জা- মহম্মদ আলি