loader
logo

Henry Kothay?

18th Dec 2024 (Wed) • 06:30 PM

Aneek

Performer: Ichhyemoto

Tapan Theatre
Bengali
2hrs

Tapan Theatre

18th Dec 2024 (Wed) • 06:30 PM

Synopsis

২৭ তম গঙ্গা যমুনা নাট্য উৎসব (প্রথম পর্যায়)

HENRY কোথায়?

গল্পটি পৃথিবীর কোন এক জায়গার। স্থানটির নাম গুরুত্বপূর্ণ নয় কারণ যে কোন খ্রিস্টাব্দে এই নাটকের পটভূমি ও পরিস্থিতি পৃথিবীর সব জায়গায় চিরকাল এক। এই নাটকটি মূলত শহরের কিছু ট্যাক্সিচালক এবং তাদের ইউনিয়নের অন্তর্গত কিছু মানুষের জীবনকে ঘিরে আবর্তিত হয়। যেখানে তাদের দৈনন্দিন করুন অবস্থা ও ভেতর ভেতর শুকিয়ে যাওয়া জীবন ও নিয়মিত না পাওয়াকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেখানো হয়েছে সরকারি দালালদের প্রভাব প্রতিপত্তি অথচ করুন সীমাবদ্ধতা ও চমকে দেওয়া বিগত অতীত। 

নাটকের শুরুতে দেখা যায় ট্যাক্সি চালকেরা তাদের পেট ভরে খেয়ে বেঁচে থাকা দিন ফিরিয়ে আনতে ধর্মঘট চান অথচ ইউনিয়ন সভাপতি তাদের বোঝাতে বদ্ধপরিকর যে ধর্মঘটের কোন প্রয়োজন নেই, ধর্মঘট কখনোই সমাধান নয় বরং বিকল্প মৃত্যু। এভাবে গল্পে ধীরে ধীরে অন্যান্য কিছু চরিত্রের প্রকাশ ঘটে তাদের মধ্যে আছেন ডাক্তার, কেউ বিজ্ঞানী, কেউ বাতিল অভিনেতা প্রমূখ সকলেই আবার সেই ইউনিয়নের সদস্য। তাদের জীবনের  গল্পগুলিও এই সাক্ষ্যই বহন করে যে, সমাজের তথাকথিত নিচু স্তর থেকে উচ্চ স্তরের খেটে খাওয়া মানুষ যারা, তাদের পরিণতি কেন এক। আসলে যেকোনো সমাজে বিভাগ দুটিই, শ্রমিক ও মালিক। 

টাকা দিয়ে যেখানে সাক্ষী ও বন্ধু কেনাবেচা সম্ভব, সেখানে সরকারি কালো টাকার প্রলোভনের বিপরীতে শ্রমিক আন্দোলনের পথ সহজ নয়। এইভাবে সব সম্ভাবনার তিলে তিলে মৃত্যু দেখতে দেখতে সকলের মনে একটাই আশা জন্মায়, একদিন তাদের কাছে হেনরি এসে পৌঁছবে। তবে হেনরি কে তারা কখনো নিজ চোখে দেখেনি, কিন্তু নাম শুনেছে প্রচুর। সে নাকি এক বিরাট বিপ্লবী, তার নাকি সিংহের মত গর্জন, বারুদের মতো চোখ এবং মালিকদের সাক্ষাৎ যম। কোন আন্দোলন কিংবা ধর্মঘটে তার উপস্থিতি মানেই নির্ঘাত সাফল্য। তাই সবাই চায় হেনরি এসে সরকার ও সরকারি চামচাদের মুখে ঝামা ঘষে দিয়ে তাদের ধর্মঘট সফল করুক। আর যাতে কোনো সন্তান কে খালি পেটে ঘুমিয়ে পড়তে না হয়। তবেই হয়তো আকাশছোঁয়া কালো পাহাড় চৌচির করে সুদিন আসবে, ঘটবে বিপ্লব।

Other Information

Director:Saurav Palodhi

Assistant Director:Sayantan Chatterjee    

Music:Debdeep Mukherjee

Light:Soumen Chakraborty

Book Tickets