২৭ তম গঙ্গা যমুনা নাট্য উৎসব (প্রথম পর্যায়)
অশ্বখুরের ধুলোর কাহিনিবিন্যাসের প্রথমেই রয়েছে বাংলার সমাজ-সংস্কৃতির উপর এক নিগূঢ় গবেষণার ইঙ্গিত। বীরভূম জেলার জয়দেবের কদমখন্ডী ঘাটের সাধক অনাথ বাউলের শিষ্য মিনহাযের গবেষণার সূত্র ধরেই সেনসাম্রাজ্যের পতনের কাহিনি উঠে এসেছে। কিভাবে এত বৃহৎ একটি সাম্রাজ্য কতিপয় তুর্কি দস্যুর আক্রমণে ভেঙে পড়লো তার বহুস্তরীয় কাহিনি উঠে এসেছে এই নাটকে। সেন সাম্রাজ্যের পতন যে শুধুমাত্র আকস্মিক তুর্কি- আক্রমণে হয় নি তা বুঝতে হলে এই নাটকের কাহিনির দিকে গভীরভাবে মনোনিবেশ করতে হবে।
‘অশ্বখুরের ধুলো’ নাটকটি গৌড়েশ্বরের মর্মস্পর্শী ট্রাজেডির কাহিনি হয়ে উঠেছে।