BAGHAJATIN ALAAP Presents
Kolkata International Bengali Theatre Festival'25
✨ KIBTF 2025: Connecting Global Bengali Communities ✨
মহাশ্বেতাদেবী'র কয়েকটি গল্পেরমর্মতল একঘরে উঠে একটি নাট্যকাঠামোতৈরী হয়েছে- যা আপনাদের সামনেউপস্থাপিত হচ্ছে “নিরস্ত্র”নামে। দ্রৌপদী নৃবিজ্ঞানে, পুরাণে হয়তো একজন, কিন্তুআমাদের কালের যে ওঠানামা, ব্যাকুলতা—তাতেসে একের অধিক তৎপরতায়ক্রিয়াশীল, আবার কখনও বাদ্রৌপদীর অনেকগুলো মানস ও গ্রন্থিমিলে একজন দ্রৌপদীর প্রতিজ্ঞায়ঘনবব্ধ হয়ে ওঠে; সেহতে পারে দিনানুদিন জীবনেরচলনে একজন নারী যেকোন নগরে বন্দরে থাকে,কিংবা তার দেখা মেলেঅরুণাচল থেকে তেলেঙ্গানা, ত্রিপুরাথেকে মধ্যপ্রদেশের অচঞ্চল কোন জৈব মাটিবর্তীউঠোনে, পথে, জঙলায়।
শারীরিক, মনস্তাত্ত্বিক নিপীড়নে, ধর্ষণের মত ছিন্নভিন্ন অপমানে দ্রৌপদী জগতের আদি ওঙ্কারের তীব্র দহনে আমাদের বিচলিত করে।
নাট্যরূপও নির্দেশনা :গার্গী মুখার্জি ও গোলাম সারওয়ারহারুন।
প্রযোজনা :এপিক এ্যাক্টর্স ওয়ার্কশপ,নিউজার্সি, যুক্তরাষ্ট্র।