বাস্তবও কল্পনার সংমিশ্রণে রচিত "মোহিত চট্টোপাধ্যায়"-এর এই নাটক
"কানামাছি খেলা"। কাহিনীর প্রেক্ষাপটকোনো এক দেশের রাজাকে নিয়ে। দেশ কিংবা রাজারনাম আলাদা করে জানা যায়না।খুব একটা গুরুত্বপূর্ণ ওনয়। কারণ, সময়ের নিরিখে এই দেশ কিংবারাজার কাহিনী কোথাও যেন সর্বব্যাপী এবংচিরকালীন।
এই নাটক মূলতঃ রাজা এবং তারপ্রজাদের জীবনকে ঘিরে এগিয়ে চলে।যেখানে রাজার প্রভাব এবং প্রতিপত্তির কারণেপ্রজাদের করুণ অবস্থা এবংভেঙে পড়া জীবনের কাহিনীফুটে ওঠে।
রাজারকেশ পরিচর্যার জন্য নাপিতের প্রয়োজনহয়। অথচ দেশে নাপিতমেলে না। কারণ, ইতিপূর্বেযে সমস্ত নাপিত রাজার কেশ পরিচর্যার জন্যনিযুক্ত হয়েছে, তাদের প্রত্যেকেই কোনো এক অজানাকারণে খুন হয়েছে। দুদিনপর তাদের লাশ পাওয়া গেছেউজান বিলের ধারে। সবারই বুকে জানোয়ারের থাবানখ বসিয়ে মারার চিন্হ। তাই ভয়ে আরকোনো নাপিত রাজবাড়িমুখো হতে চায় না।
সহসাদেশে মুস্কিল আসানের আবির্ভাব হয়। মুস্কিল আসানেরপরামর্শে সোনাই নাপিত সেজে রাজবাড়িতে আসেরহস্য উন্মোচনের উদ্দেশ্যে ।
এক বিস্ময়কর রহস্য উন্মোচনের পর সোনাই দেশেরমানুষকে একজোট করে রাজার বিরুদ্ধেযুদ্ধ ঘোষণা করে।
শেষপর্যন্ত রাজার করুণ পরিণতির কাহিনী
"কানামাছি খেলা"।
Direction - Tapas Dutta
Light - Soumen Chakraborty
Backdrop - Anindya
Nandy
MakeUp - Sheikh Israfil
Stage – Madan Haldar
Vocalist - Sujon GuhaRoy
Music - Tridip Saha
On Stage : Sujon GuhaRoy, Abhinandan Chatterjee, Biswajit Roy, Tutul Ghosh, Swastik Chakraborty, Aurobinda Mandal, Deepak Samanta, Gyanesh Bera, Amit Hait, Tridip Saha, Dolly Dutta, Charulata Naskar, Pratyusha Basak, Aparna Ghosh