loader
logo
  • Ekush Shatak

Group Members

  •  

About Group

একুশ শতক ২০০০ সালে প্রয়াত নাট্যকার, অভিনেত্রী শর্মিলা মৈত্র র ভারসাম্য নাটক নিয়ে বাংলা রঙ্গমঞ্চে আত্মপ্রকাশ করে । ঐ বছরের ২১-শে ফেব্রুয়ারি দল প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালিত হয় প্রতিষ্ঠা দিবস হিসেবে। এ পর্যন্ত একুশ শতক একাঙক ও পূর্ণাঙ্গ  নাটক সহ ২৬ টি  নাটক মঞ্চস্থ করেছে। এর মধ্যে বাংলা রঙ্গমঞ্চের নিয়মিত দর্শক দ্বারা আর্দ্রিত হয়েছে বেশ কয়েকটি প্রযোজনা। যে প্রযোজনা গুলো উল্লেখযোগ্য ও জনপ্রিয়তার মান বজায় রাখতে পেরেছে সেগুলি রামনিধি , তমোঘ্ন, কৃষ্ণরঙ্গ, ভারসাম্য, পুলকিত বিষাদ এবং মোহিত চট্টোপাধ্যায় রচিত নিষাদ। প:ব: নাট্য একাডেমী দ্বারা শ্রেষ্ঠ প্রযোজনার সম্মান লাভ করে রামনিধি ও কৃষ্ণরঙ্গ। আগামী ২১-শে ফেব্রুয়ারি,২০২৫ নাট্যোৎসব ও থিয়েটার নিয়ে মনোজ্ঞ আলোচনার মাধ্যমে একুশ শতক তাদের ২৫-তম বর্ষপূর্তি উদযাপন করার পরিকল্পনা করছে।  পিটার শ্যাফার- এর ব্ল্যাক কমেডি অবলম্বনে রচিত কৃষ্ণরঙ্গ নাটকটি নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রী সমন্বয়ে আগামী ২৩-শে জুলাই ,২০২৪ একাডেমী মঞ্চে সন্ধ্যে ৬-৩০টায় মঞ্চস্থ হবে।

Photo Gallery

  •  

Contact Details

16A Kalidas Patitundi Lane
Kolkata- 700026

Email Us
sataknatok@gmail.com